#Breaking: ঢাকার বহুতলে বিধ্বংসী আগুন ! অগ্নিকাণ্ডে মৃত ৭০
Last Updated:
#ঢাকা: ঢাকায় বিধ্বংসী আগুনে মৃত ৭০ । বুধবার গভীর রাতে চকবাজারের বহুতল, রাজ্জাক ভবনে আগুন লাগে। জখম কমপক্ষে ৫০ জন। তাঁদের মধ্যে ৪০ জন ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
বহুতলে রাসায়নিক, প্লাস্টিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ৪টি বাড়িতে। বহুতলের সামনে থাকা ট্রান্সফর্মারে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়াতে থাকে। আগুন লেগে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও। আগুন নেভানোর কাজে নামে বিমানবাহিনীও।
হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চলে। প্রায় ১৫ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। তবে মৃতদের অধিকাংশকেই শনাক্ত করা সম্ভব নয়। তাই দেহগুলির ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান চিকিৎসকরা। মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের এই ভয়াবহ অগ্নিকান্ডের খবরে শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
Location :
First Published :
February 21, 2019 8:45 AM IST