একটা নয় দু‘টো নয়, বাড়িতেই বাস করছিল ২৪ টি গোখরো সাপ!
Last Updated:
বাড়িতেও রইল না নিরাপত্তার আশ্রয়
#ঢাকা: দুধ কলা দিয়ে কালসাপ পোষা এটা একটা জনপ্রিয় প্রবাদ ৷ যা ঘটনার সাক্ষী হয়ে রইল চট্টগ্রামের রাউজান এলাকা তাতে এই প্রবাদও ফেল মেরে যাবে ৷ একটা নয় দু‘টো নয় একেবারে উদ্ধার হল ২৪ টি সাপ ৷
তাও কোনও পরিত্যক্ত এলাকা থেকে নয় একেবারে একজনের বাড়ি থেকে এই পরিমাণে সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ চট্টগ্রামের পাহাড়তলি এলাকার আহমেদ খাঁ নামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সাপ ৷
বাড়ির ইঁদুরের গর্তে প্রথম একটি সাপের বাচ্চা দেখতে পান বাড়ির বাসিন্দারা ৷ সেই সাপটিকে ধরার জন্য তাঁরা সাপুড়েকে খবর পাঠান ৷ সে আসার পরই শুরু হয় চমক ৷ ইঁদুরের গর্ত থেকে একে একে বেরোতে থাকে সাপের বাচ্চা ৷
advertisement
advertisement
এই উদ্ধারকাজ দেখতে জমে যায় ভিড় ৷ মোট ২৪ টি গোখরো সাপ উদ্ধার হয় ৷ গোটা ঘটনার পর এলাকায় একটা ভয়ের পরিবেশ রয়েছে ৷
Location :
First Published :
October 09, 2018 8:22 PM IST