১০০ শতাংশ বিজেপিই জিতবে কর্ণাটকে, আস্থা ভোট নিয়ে আত্মবিশ্বাসী ইয়েদুরাপ্পা
Last Updated:
কর্ণাটকের রাজনৈতিক ভবিষ্যত কি ? আজ বিকেলে বিধানসভায় মিলবে তার উত্তর ৷ মাত্র একদিনের নোটিসে আজ আস্থা ভোটের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
#বেঙ্গালুরু: কর্ণাটকের রাজনৈতিক ভবিষ্যত কি ? আজ বিকেলে বিধানসভায় মিলবে তার উত্তর ৷ মাত্র একদিনের নোটিসে আজ আস্থা ভোটের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ যার জেরে বেশ চাপের মুখে গেরুয়া শিবির ৷ কিন্তু এরপরেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চেষ্টার ত্রুটি রাখছে না বিজেপি ৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে মরিয়া তারা ৷ তাই আস্থা ভোটের আগেই বিরোধীদেরকে চাপে রাখতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আত্মবিশ্বাসী ইয়েদুরাপ্পা ৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘১০০ শতাংশ আমরাই জিতব ৷’
কর্ণাটকে সরকার গড়ার পক্ষে বিজেপির প্রয়োজনীয় শক্তি আছে কিনা ৷ সেটিই আজ ইয়েদুরাপ্পাকে দেখাতে হবে আস্থা ভোটে ৷ এই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, ‘আমরা সুপ্রিম কোর্টের রায় মেনেই চলব ৷ সমস্ত রাজনৈতিক ওঠানামা পেরিয়েই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে আমরা ১০০ শতাংশই সফল হব ৷’
বৃহস্পতিবার সকালেই শপথ নেন বি এস ইয়েদুরাপ্পা ৷ রাজ্যপাল বাজুভাই বালার নির্দেশে আস্থা ভোটের জন্য দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল বিজেপিকে ৷ কিন্তু একদিনের নোটিশে সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ায় সমস্যার সূত্রপাত হয় ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, কর্ণাটকে বিধানসভা নির্বাচনে ১০৪টি আসন পেয়ে একক বৃহত্তম দল হওয়া বিজেপিকে প্রয়োজনীয় ১১২টি আসন না থাকা সত্ত্বেও রাজ্যপাল বজুভাই বালা সরকার গড়ার আমন্ত্রণ জানানোয় ইয়েদুরাপ্পাকে ৷ এরপরই তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে বিরোধী দল কংগ্রেস-জেডিএস জোট ৷
Location :
First Published :
May 19, 2018 10:51 AM IST