দীর্ঘ কয়েক বছর ধরে একপ্রকার জবর দখল করে রাখা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্টাফ কোয়ার্টার বা কর্মীদের আবাসন মঙ্গলবার 'দখলমুক্ত' করল মেডিক্যাল কর্তৃপক্ষ। অভিযোগ ছিল, এক প্রকার জোর করে অবসরপ্রাপ্ত কর্মী কিংবা তাঁদের পরিজনেরা 'জবরদখল' করে রেখেছিলেন ১৬ টি কোয়ার্টার।