কৃষিঋণ মকুবের দাবিতে বিক্ষোভ কেশপুরে।বকেয়া কৃষিঋণ মকুবের দাবিতে কেশপুরের ধলহারা সমবায় কৃষিউন্নয়ন সমিতি প্রাইভেট লিমিটে ব্যাঙ্কের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা । সোমবার সকালে ধলহারার ওই সমবায় ব্যাঙ্কের অফিসের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশো কৃষক জমায়েত হয়। সকাল ১০টা নাগাদ অফিস খোলার আগেই প্রবেশপথ আটকে অবস্থান-বিক্ষোভ শুরু হয়।