
গ্রামের বয়স্ক ও প্রবীণ নাগরিকদের সুস্থ ও সুরক্ষিত রাখার দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন গ্রামের মেয়েরা। পরিবারের ব্যস্ততা কিংবা আর্থিক অনটনের কারণে যেসব প্রবীণ মানুষ ঠিকমতো যত্ন ও চিকিৎসা থেকে বঞ্চিত হন, তাঁদের পাশে মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের নন্দুকা গ্রামের মেয়েরা। গত তিন বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আয়োজন করে আসছেন তাঁরা। চিকিৎসকদের উপস্থিতিতে এই স্বাস্থ্যশিবিরে গ্রামের প্রবীণ নাগরিকরা নিয়মিত শারীরিক পরীক্ষা ও চিকিৎসা করাচ্ছেন। শুধু একটি দিনের মধ্যেই দায়িত্ব শেষ নয়, বছরের সারাটা সময়ই প্রবীণদের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন গ্রামের মেয়েরা।