
শীতের আমেজে যখন মেতে ওঠে, ঠিক তখনই চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে একটানা ঘন কুয়াশা।বিশেষ করে আলু চাষিদের।কৃষকদের একাংশের মতে,কুয়াশা ফসলের জন্য আশীর্বাদ না হয়ে রীতিমতো ‘অভিশাপ’ হয়ে দাঁড়িয়েছে।তাদের দাবি, দীর্ঘক্ষণ রোদ না ওঠা এবং স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে 'ধসা' রোগ দেখা দিচ্ছে।আলু বাঁচাতে বারবার ওষুধ দিতে হচ্ছে, তাতে খরচ বাড়ছে দ্বিগুণ। পূর্ব বর্ধমান জেলা মূলত কৃষি প্রধান জেলা।তবে ধানের পাশাপাশি নদী তীরবর্তী এলাকাগুলিতে সারা বছরই চলে রবি শস্য ও শীতকালীন সবজির বিপুল চাষ।