
West Medinipur News: প্রতিদিন নির্দিষ্ট সময়ে ট্রেন এসে দাঁড়ায়। কয়েকজন যাত্রী ওঠানামা করেন। তেমন ভিড় চোখে পড়ে না। রাত নামলেই চারপাশ ঢেকে যায় অন্ধকারে। দিনে হাতেগোনা কয়েকটি ট্রেন থামে এই ছোট্ট স্টেশনে। স্টেশন বলা হলেও রেলের নথিতে এটি একটি ‘হল্ট স্টেশন’। অথচ এই সামান্য স্টেশনটির উপর নির্ভর করেই দূর দূরান্তে যাতায়াত করেন বাংলা-ওড়িশা সীমান্ত এলাকার হাজার হাজার মানুষ।