
India Won T20 World Cup : বিশ্বসেরা ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হারা ম্যাচ ৭ রানে জিতল ভারত। ব্যাটিংয়ে স্বপ্ন দেখিয়েছিলেন বিরাট, বোলিংয়ে সেই স্বপ্ন সার্থক করলেন বুমরা, হার্দিক, আরশদীপ। প্রসঙ্গত, ভারতের ১৭৬ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই হেন্ডরিকস এবং মার্করামকে আউট করে বড় ঝটকা দিয়েছিলেন আরশদীপ এবং বুমরা। তবে ডি কক এবং স্টাবসের সৌজন্যে কিছুটা লড়াইয়ে ফেরে দক্ষিণ আফ্রিকা। ৩১ বলে ৩৯ করে আরশদীপের বলে আউট হন ডি কক, ২১ বলে ৩১ করেন স্টাবস। তবে স্টাবসের উইকেট পড়ার পরে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাটে ঝড় তোলেন ক্লাসেন। ক্লাসেন এবং মিলারের সৌজন্যে খড়কুটোর মতো উড়ে যান কুলদীপ এবং অক্ষর। একটা সময় যখন ৪ ওভারে মাত্র ২৬ রান বাকি তখন ক্লাসেনকে সাজঘরে ফেরান হার্দিক। এদিকে ভারতের বিশ্বকাপ জয়ের পরেই উৎসবে মাতলেন দেশবাসী। রাতে রাস্তায় নেমে চলে আনন্দ কোথাও পতাকা হাতে নাচ, কোথাও বাজি ফাটিয়ে বিশ্বকাপ জয়ের আনন্দ।
Last Updated: June 30, 2024, 08:08 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: December 05, 2025, 00:22 ISTজামাইকে কী ম্যাজিক শেখাচ্ছেন পিসি সরকার
Last Updated: December 04, 2025, 11:24 IST২৯ নভেম্বর, ২০২৫, শনিবার থেকে, জাতীয় রাজধানী আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো হট-এয়ার বেলুন রাইড চালু করল, যা বাসিন্দা এবং দর্শনার্থীদের শহরের ক্রমবর্ধমান আকাশরেখা এবং মনোরম নদীর তীরের একটি অনন্য আকাশ দৃশ্য প্রদান করবে।
Last Updated: November 30, 2025, 13:34 IST‘কৌন বনেগা ক্রোড়পতি’ সেটে অমল-রিচারা
Last Updated: November 28, 2025, 00:13 ISTRukmini Maitra: কলকাতার রাস্তা জুড়ে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের জন্য 'পাত্র চাই'-এর বিজ্ঞাপন!
Last Updated: November 26, 2025, 10:44 IST