Purulia News: অবশেষে দখলমুক্ত অঙ্গনওয়াড়ি। পুরুলিয়ার আড়ষা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি ছিল স্থানীয় এক তৃণমূল কর্মীর দখলে। অঙ্গনওয়াড়ি দখল করে দলীয় অফিস করার অভিযোগ ছিল ওই নেতার বিরুদ্ধে। খবর দেখানোর পরেই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। অভিযুক্তের থেকে নিয়ে নেওয়া হয় অঙ্গনওয়াড়ির তালা। আজ থেকে শুরু অঙ্গনওয়াড়ির কাজ।