মেয়ের শ্রাদ্ধের দিনে দোষীদের শাস্তির দাবিতে বিচারের আশায় সোচ্চার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকার বাবা। মেয়ের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, “ওকে যেখানে পাওয়া গেছে সেখানে কেউ ডেকে নিয়ে গেছে সেখানে ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। কারণ ওর দুটো কনুইতেই ছড়ে যাওয়ার দাগ আছে। ও সাঁতার জানে না এটা ওর বন্ধুরা জানতো। ভাল ছাত্রী ছিল সমস্ত অনুষ্ঠানে ওর যোগদান ছিল। ওর শত্রুতা ছিল। ওকে হয়তো কেউ প্রপোজ করেছিল ও সাড়া দেয়নি”। সেই সঙ্গে অনামিকার বাবা আরও বলেন, “ওর ব্যাগ একজন প্রফেসর আমাকে দিয়েছিল। তাকে জিজ্ঞেস করলে বলে বন্ধুরা দিয়েছিল সেই বন্ধুরা কারা? যে বন্ধুর কাছে ব্যাগ রেখে গেছে ওর যে ফোন রয়েছে তা ভাল করে চেক করা উচিত। এই সব প্রসঙ্গে অভিযোগ করলেন অনামিকার বাবা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তো মাদকের কথা রয়েছে। আপনার মেয়ে কি নেশা করতো?এই প্রসঙ্গে ছাত্রীর বাবা বলেন, ২২ বছর বয়সেও আমরা কোনও দিন তাকে নেশা করতে দেখিনি। যদি ময়নাতদন্তে আমার মেয়ের শরীরে মাদক পাওয়া যায় তাহলে ওকে কেউ মাদক খাইয়ে পুকুরে ঠেলে ফেলে দিয়েছে”।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত্যু নিয়ে খুনের অভিযোগ ছাত্রীর বাবার! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷