উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি এবার বড়সড় পরিবর্তনের পথে। আগামী দুই বছরের মধ্যে শহরে তৈরি হতে চলেছে প্রায় ২০টি আধুনিক পাঁচতারা হোটেল, যার মোট বিনিয়োগ প্রায় পাঁচ হাজার কোটি টাকা। এই উদ্যোগ শুধু শহরের পর্যটন খাতের চেহারাই বদলাবে না, বরং ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও এক নতুন অধ্যায় সূচনা করবে।