ক্রমশ অবনতির পথে অসমের বন্যা পরিস্থিতি। একটানা বৃষ্টির ফলে পড়শি রাজ্যের একাধিক এলাকা জলমগ্ন। ভয়াবহ বন্যায় ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত প্রায় ৩০। অসমে প্রায় ২১টি জেলায় প্রায় সাত লক্ষ মানুষ ইতিমধ্যে বন্যার কবলে। অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে বিপন্ন কাজিরাঙা জাতীয় উদ্যান। বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে বন দফতরের ১৬৭টির মধ্যে ২০৬টি তাঁবু।