চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরেও বিহারের এসআইআর বাতিল করা হতে পারে৷ যে পদ্ধতিতে বিহারে এসআইআর করা হচ্ছে, তাতে বেআইনি কিছু পেলে গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে বলে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট৷ এ দিন নির্বাচন কমিশনের উদ্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের হুঁশিয়ারি, ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ার কোনও পর্যায়ে যদি বেআইনি কোনও পদ্ধতি পাওয়া যায়, তাহলে গোটা প্রক্রিয়াই বাতিল করা হবে৷