ছয় দফার ভোট শেষ। বাকি আর এক দফার ভোট। সাত দফায় ভোট হওয়া উত্তরপ্রদেশ, বিহার আর পশ্চিমবঙ্গে তাই এখন টানটান প্রচারে বিজেপি। সেখানেই বিরোধীদের ব্যক্তি আক্রমণকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশ ও বিহারে বেছে নিলেন জাত-পাতের রাজনীতির তাস। সেই সঙ্গে আরও একবার মনে করালেন সার্জিক্যাল স্ট্রাইককে।