ওদের ওদের মতো থাকতে দাও। ফের কি নর্থ নর্থ সেন্টিনেল দ্বীপে প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে? কেন্দ্রের কাছে এমনই সুপারিশ করতে চলেছে অ্যানথ্রপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। চৌঠা ডিসেম্বর আন্দামান-নিকোবরে বৈঠক। ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী সেন্টিনেল প্রজাতির জনসংখ্যা ৫০-এর মধ্যে। বাইরের জগত থেকে থেকে তাঁরা একেবারেই বিচ্ছিন্ন। ইচ্ছা করেই তাঁরা নিজেদের সরিয়ে রেখেছেন৷ নিজেদের এলাকায় বাইরের কারও প্রবেশ তাঁদের না পসন্দ। বহিরাগত রুখতে নৃশংস পদক্ষেপ করতেও পিছপা হন সেন্টিনেল প্রজাতির মানুষ৷ এই সংরক্ষিত উপজাতির বিরুদ্ধে মামলাও করা যায় না।