
উপরাষ্ট্রপতি হিসাবে যে নামগুলি নিয়ে জোরদার আলোচনা হচ্ছে তার মধ্যে রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম। নীতীশ কুমারের নাম আসা স্বাভাবিকও মনে হচ্ছে। চলতি বছরই বিহার বিধানসভা নির্বাচন আছে। এনডিএ জোট এখন ক্ষমতায় থাকলেও মুখ্যমন্ত্রী জেডিইউ-এর নীতীশ কুমার। এরপরে যদি বিহারে এনডিএ ক্ষমতায় আসে, সেই জোটের মুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপির কেউ। বর্তমান মুখ্যমন্ত্রীকে রাজ্যে নির্বাচনের আগে উপরাষ্ট্রপতি করা হতে পারে। রাজনৈতিক সাংবাদিক সমীর চৌগাঁওকর এক্স-এ লিখেছেন, ‘বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে পারেন। বিহারে বিজেপি নির্বাচনের জন্য তাদের মুখ্যমন্ত্রী নিয়োগ করবে। জেডিইউ-এর একজন উপ-মুখ্যমন্ত্রী হবে। নীতীশের ছেলে নিশান্তকে উপমুখ্যমন্ত্রী করা যেতে পারে’।
Last Updated: Jul 22, 2025, 16:56 ISTআর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST