ভোটের রেজাল্টের চাপা উত্তেজনা যখন দেশজুড়ে, তখন মহাকাশ গবেষণায় আরও এক সাফল্য ভারতের৷ ভোররাতে ইতিহাস গড়ে আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট RISAT-2B সাফল্যের সঙ্গে লঞ্চ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ এই অত্যাধুনিক শক্তিশালী কৃত্রিম উপগ্রহ মহাকাশ থেকে দেশের নজরদারি ক্ষমতা আরও বাড়াবে৷