ভাঙা হল পিনএনবি প্রতারণায় অভিযুক্ত নীরব মোদির বাংলা ৷ শুক্রবার সকাল সকালই কালেক্টর বিজয় সূর্যবংশীর নজরদাড়িতে ভাঙা হল নীরবের বাংলো৷ মহারাষ্ট্রের আলিবাগের কিহিমে প্রাসাদপম এক বাংলো তৈরি করেছিলেন নীরব মোদি৷ শুক্রবার সকালে সেই বাংলোই ভাঙা হল ডিনামাইটের বিস্ফোরণে৷