জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি-র বিরুদ্ধে৷ আহমেদাবাদে মিছিল করছিলেন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন৷ অভিযোগ, সেই মিছিলে লাটি নিয়ে হামলা চালায় এবিভিপি সমর্থকরা৷ জেএনইউ-এ হামলার পরে গোটা দেশ এক হয়ে প্রতিবাদে সরব হয়েছে৷ সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাই জেএনইউ-এর পাশে৷ এ হেন পরিস্থিতিতে মঙ্গলবার গুজরাতের আহমেদাবাদে মিছিল করে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন৷ হঠাত্ লাঠি নিয়ে এবিভিপি-র সমর্থকরা আন্দোলনকারীদের মারধর শুরু করে৷ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷ গুজরাত NSUI সাধারণ সম্পাদকের মাথায় আঘাত লেগেছে৷ তাঁকে ভিএস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যদিও এবিভিপি-র বক্তব্য, NSUI-র সমর্থকরা এবিভিপির অফিসে হামলা চালায়৷ এবিভিপি-র সদস্য নরেশ দেশাইয়ের কথায়, 'যে ভাবে এবিভিপি-র সদস্যরা জেএনইউ-তে হামলা করেছে, ঠিক সে ভাবেই ওই সামজবিরোধীরা আমাদের পরিকল্পিত ভাবে মারধর করল৷'
Last Updated: Jan 07, 2020, 18:52 IST
আর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST