Last Updated : দেশ মোদি সরকার কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর নারদ নিয়ে ফের তৎপর সিবিআই। তারা কি মুকুল রায়কে কাজে লাগাতে চাইছে? আজ মুকুলকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয়। কী উদ্দেশ্যে, কার নির্দেশে স্টিং অপারেশন হয়েছিল, তা জানতে নারদ কর্তা ম্যাথ্যু স্যামুয়েল ও তৃণমূল সাংসদ কে ডি সিংকে মুখোমুখি বসিয়েও আজ জিজ্ঞাসাবাদ চলে।