দেশে মোদি বিরোধী আন্দোলন আবর্তিত হচ্ছে তাঁকে ঘিরেই। এবারের দিল্লি সফরে তারই প্রমাণ মিলল বারবার। লোকসভা ভোটের আগে এনআরসিকে হাতিয়ার করেই ফেডেরাল ফ্রন্টের সলতে পাকালেন তৃণমূল সুপ্রিমো। কংগ্রেস থেকে জেডিএস, উত্তর থেকে দক্ষিণ - লোকসভা ভোটে মোদি বিরোধী জোটের রূপরেখাও অনেকটাই এগোল।