অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের অন্তত ছয়টি বিমান ধ্বংস করেছে ভারত। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এমনই জানালেন ভারতের বায়ুসেনা প্রধান অমর প্রীত সিং। এই ছয়টির মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি AEW&C/ELINT বিমান, যা পাকিস্তানের বিশেষ ধরনের সামরিক বিমান। বায়ুসেনা প্রধান শনিবার জানান, পাকিস্তানের কয়েকটি F16 জেট জ্যাকোবাবাদে এবং একটি AEW&C ভোলারিতে ধ্বংস করা হয়েছিল।