
দু'মাস বাদেই মেয়ের বিয়ে রাবেয়া বিবি ও মহম্মদ সালেকের। প্রস্তুতি সারা হয়েছিল আগেই। কিন্তু গতকাল রাতের আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেল সব। বিয়ের জন্য বানানো গয়না, জমানো টাকা সবই শেষ! মাথায় হাত পরিবারের। কী করে কী করবেন কিছুই বুঝতে পারছেন না তাঁরা। এই বস্তিতেই পরিবার নিয়ে থাকতেন সালমা খাতুন। শনিবার রাতের খাওয়া শেষ করে বাইরে বেরোতেই দেখেন দাউদাউ করে জ্বলছে চারদিক। শুধুমাত্র বাচ্চা এবং প্রিয়জন ছাড়া আর কিছুই নিয়ে বেরোতে পারেননি। নারকেলডাঙা লাগোয়া মমিন হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সালমা খাতুনের বোন চাঁদনী খাতুন। সেও থাকতো একই বাড়িতে। কয়েকদিন বাদেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে চাঁদনী। কিন্তু পাঠ্য বই থেকে অ্যাডমিট কার্ড পুড়ে ছাই সবই। কীভাবে পরীক্ষা দেবে, কীভাবেই বা পড়াশোনা চলবে? চিন্তায় পরিবার। শনিবার রাতে নারকেলডাঙায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় বস্তি এলাকার অন্তত ৪০ টি ঝুপড়ি। রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিস্তীর্ণ ঘিঞ্জি এলাকা। ভোর চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে মৃত্যু হয় প্রৌঢ়ের। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬ টি ইঞ্জিন।
Last Updated: Feb 09, 2025, 09:36 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST