
BJP News LIVE | ছাব্বিশের লড়াইয়ে বিজেপির নতুন সেনাপতি শমীক ভট্টাচার্য! দলিত হচ্ছে রাজ্য নেতৃত্ব! একুশের ধাক্কা, পঞ্চায়েতের বিপর্যয় আর লোকসভার প্রস্তুতির মাঝে বিজেপির রাজ্য সভাপতি পদে এল বড় বদল। সুকান্ত মজুমদারের অধ্যায় শেষ, শুরু হল শমীক ভট্টাচার্য যুগ। শনিবার আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করল দিল্লি— ছাব্বিশের ময়দানে রাজ্যের সেনাপতি হিসেবে এবার শমীক। একসময়ের বিধায়ক, দলের অন্যতম মুখপাত্র, সংসদের চৌকাঠ পেরোতে না পারলেও, দিল্লির ভরসা আদায় করে নিয়েছেন শমীক। এবার তাঁর কাঁধেই রণকৌশলের ভার। কিন্তু এই ঘোষণায় অনুপস্থিত এক প্রাক্তন সভাপতি— দিলীপ ঘোষ। অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে। দলের অন্দরমহলের খবর— দিলীপবাবুকে আমন্ত্রণ জানানোই হয়নি। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ‘স্পষ্ট বারণ’ ছিল বলেই দিলীপ ঘোষকে ডাকা হয়নি বলেই গুঞ্জন। শমীকের সভাপতিত্বে তাহলে কী ব্রাত্য হয়ে পড়লেন এককালের পোস্টার বয় দিলীপ ঘোষ? রাজ্য রাজনীতিতে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। সুকান্ত জমানায় গোষ্ঠীদ্বন্দ্ব, নেতৃত্বহীনতা আর সাংগঠনিক ভাঙনের অভিযোগ ছিলই। এবার বিজেপি কি পারবে ঘুরে দাঁড়াতে? পারবে কি টিম শমীক নতুন করে সংগঠনের গায়ে মেরামতির পালিশ লাগাতে? দলের অন্দরে আশাবাদ যেমন, তেমনই চ্যালেঞ্জের পাহাড়ও সামনে। সামনে লোকসভা ভোট, তার আগে পাখির চোখ— সংগঠন মজবুত করা, নিচু স্তরের ক্ষোভ প্রশমন, এবং জনসংযোগে গতি ফেরানো।
Last Updated: Dec 11, 2025, 15:54 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST