ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে আমেরিকার হাই অ্যালার্ট স্ক্যানারের নিচে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে ‘চাপে রাখার জন্যই’ আমেরিকার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।