
Syria Conflict: এক্কেবারে বাংলাদেশের মতই পরিণতি আরও একটি দেশে। সিরিয়া, নামটা শুনলেই চোখের সামনে গুলি, বোমা, হত্যা, নৈরাশ্য ভেসে ওঠে। ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে সেই সিরিয়া। ২০২৪ এ ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন। বিদ্রোহী গোষ্ঠী Hayat Tahrir Al-Sham (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘Jaish Al Ijja র যৌথবাহিনীর বিদ্রোহে সরকার পরে সিরিয়ার।
Last Updated: March 09, 2025, 22:26 ISTPartha Chatterjee Interview: নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষাৎকার
Last Updated: November 12, 2025, 17:42 ISTPartha Chatterjee Interview: নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষাৎকার
Last Updated: November 12, 2025, 17:42 ISTএক পোস্টেই বাজিমাত! শখের বসে শুরু বানানোর শুরু, আজ রমরমিয়ে চলছে ব্যবসা
Last Updated: November 06, 2025, 17:22 ISTদুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের, ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা তা মেনে নেয়নি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী।
Last Updated: November 05, 2025, 20:25 ISTকার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি পালিত হয়। এটিকে দেবতাদের দীপাবলি বলা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে সমস্ত দেব-দেবী স্বর্গ থেকে নেমে আসেন এবং গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন। প্রতি বছর হরিদ্বারে এই উৎসব অত্যন্ত উৎসাহ ও ভক্তির সঙ্গে পালিত হয়। কার্তিক পূর্ণিমা উপলক্ষে লাখ লাখ ভক্ত হর কি পৌড়িতে যান, গঙ্গায় স্নান করেন এবং ভগবান বিষ্ণু, শিব এবং মা গঙ্গার পূজা করেন।
Last Updated: November 04, 2025, 19:09 IST