২০১৪ সালে মালালা নোবেল প্রাইজ পাওয়ার পর ইমরান খান৷ PWA এবং পার্টিয়েট সেন্ট্রাম ইমরানকে মনোনয়ন দিয়েছে৷ দুর্নীতি ও ‘গোপন রাষ্ট্রীয় তথ্য’ ফাঁসের মামলায় জেলবন্দি ইমরান খান ৷ ২০২২ সালের ১০ এপ্রিল ইমরান খান প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন৷ অর্থনৈতিক সংকটের জেরে ইমরানের জনসমর্থনও তলানিতে ছিল৷ একাধিক মামলায় অভিযুক্ত করে তাঁকে জেলে পাঠানো হয়৷ ইমরান অনুগামীদের অভিযোগ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ইমরানকে৷ গত তিন বছরে পাকিস্তানের মাটিতে অশান্তি ক্রমশ বেড়েছে৷ নাজেহাল দশা পাকিস্তানের সাধারণ মানুষের৷ পাকিস্তানের মাটিতে বেড়েই চলেছে লাশের গুনতি৷ পাকিস্তানের রাজনীতির আকাশে আবার ইমরানের নাম৷