৩৩ বছর পর মমতা বন্দোপাধ্যায়ের দাবিরই পুনরাবৃত্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ ভারতকে নকল করতে চলেছে আমেরিকা৷ আমেরিকার নির্বাচনে পথ দেখাচ্ছে ভারত৷ এবার শুধু মুচলেকা দিলেই হবে না, দিতে হবে নাগরিকত্বের প্রমাণ, তবেই অংশ নিতে পারবেন ভোটপ্রক্রিয়ায়৷ ভোট প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে ভারতকে তুলনা করেছে আমেরিকা৷ এত বড়দেশ এবং এত জনসংখ্যা নিয়ে ভারত ভোটদানে ডিজিটাল৷ তবে তাতে আমেরিকার অসুবিধে কোথায়? এবার সেই নির্দেশ দিলেন ট্রাম্প৷ এমনকি ভোটে ব্যালট নিয়ে জোর দিলেন প্রেসিডেন্ট, ভোটদান ব্যবস্থায় কাগজের ব্যালটই বাধ্যতামূলক! এতে কোনওরকম জালিয়াতি হবে না