Famous Street Food Of Howrah Sukumar's Masoor Dal Cutlet: মুসুর ডালের কাটলেট! এই কাটলেট হার মানাবে চিকেন বা ফিশ কাটলেটকে। দীর্ঘ প্রায় কুড়ি বছর এই কাটলেট ক্রেতাদের মন ভরিয়ে আসছে হাওড়ার সুকুমারের মুসুর ডালের কাটলেট। আপনিও চেখে দেখবেন নাকি একবার। জিভে লেগে থাকবে।