Independence Day 2023: স্বাধীনতা আন্দোলনের অন্যতম গোপন ঘাঁটি ছিল সাগর কুটির। দ্বারকেশ্বর নদীর তীরে বড়ডোঙ্গল গ্রাম সাগর কুটির এর অবস্থান। এই জায়গাটি ছিল ঘন বেনাবনে ঢাকা। আর এখান থেকেই ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে গ্রামের মহিলা বা শিশুদের হাত দিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত বিপ্লবীদের গোপন চিঠি।