‘যত কান্ড কলকাতাতেই’ ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তা। অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ প্রযোজকের। গত বছর পুজোয় রিলিজ হওয়ার ভাবনা ছিল।প্রযোজকের দাবি, আবীরের অনুরোধে পিছিয়ে দেওয়া হয় ছবির মুক্তি। এবার পুজোতে ছবি রিলিজের ইচ্ছা প্রকাশ প্রযোজকের। এবারেও নাকি আপত্তি আবীরের। অন্য প্রযোজনার ছবি রিলিজ হবে তাই সময় দিতে পারবেন না আবীর। এই নিয়ে মুখ খুললেন আবীর৷