লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে ভাল ফল করবে বিজেপি৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর দাবি, বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই করছে তৃণমূল৷ লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির সম্ভাবনা কতটা, সেই প্রশ্নের জবাবে মোদি বলেন, বাংলায় তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই করছে৷