
'আজ আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো৷' এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিজেপি-র নাম না করে এমনই হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বারাসতের জনসভা থেকে অভিষেক বলেন, 'আজ থেকে ঠিক ২০ দিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম ১০ জনের প্রতিনিধি দল নিয়ে। যে ১ কোটি ৩৫ লক্ষের বেশি মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নাম বাদ দিতে চেয়েছিল। আমরা বলেছিলাম তালিকা বার করতে। বলেছিল করবে না৷ বিএলএ'দের বলেছিলাম রাখতে। বলেছিল রাখবে না। আমার কাছে এই মাটি পুণ্য। বিরোধীদের চক্রান্তের ফলাফল চুরমার হয়েছে৷ দেশের সর্বোচ্চ আদালত তৃণমূলের দাবিকে মান্যতা দিল।'