HS Exam 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একদম অন্যরকম ছবি ধরা পড়ল হুগলির একটি পরীক্ষাকেন্দ্রের বাইরে। যেখানে পরীক্ষা দিতে আসা ছাত্রদের একেবারে জুতো খুলে ঢুকতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রের মধ্যে। বিশেষ করে যে সমস্ত ছাত্ররা পা ঘেরা বুট জুতো পড়ে এসেছে তাদেরকে জুতো খুলে চেকিং করে যেতে হচ্ছে পরীক্ষার হলে।