কেন্দ্র সম্প্রতি জিএসটি হার নিযে বিরাট সিদ্ধান্ত নিয়েছে, সেই দাম কমানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৷আজ থেকে ৫ ও ১৮ শতাংশ হারে GST। দাম কমছে দেড়শোর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের। দুধ-পনির-রুটিতে GST 0%। দাম কমল টিভি-এসি-ছোট গাড়ি-স্কুটারের। রেস্তোরাঁর বিলে জিএসটি কমে ৫%। আজ থেকে স্বাস্থ্য-জীবন বিমা GST শূন্য। স্বাস্থ্যবিমায় আর জিএসটি দিতে হবে না। জিএসটি শূন্য জীবন বিমাও। আজ থেকে ৩৩ জীবনদায়ী ওষুধে GST মকুব।ক্যানসারের ৩টি ওষুধে GST প্রত্যাহার। পুরোনো ওষুধে নতুন GST অনুযায়ী দাম। দাম কমছে একাধিক চিকিৎসা সামগ্রীরও। আজ থেকে দাম বাড়ল লটারির টিকিটের। দাম বাড়ল তামাকজাত দ্রব্যের। বিলাসবহুল গাড়ি আরও দামি।পানমশলা-গুটখা-সিগারেটে ৪০% GST। ক্যাফিন পানীয়-SUV গাড়িতেও GST বেড়ে ৪০%।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর (
Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে
নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে
ক্লিক করুন এখানে ৷