Chandra Grahan: আজ রাত ভারতের আকাশে ঘটতে চলেছে এক মহাজাগতিক মহাদৃশ্য। পূর্ণ চন্দ্রগ্রহণ—যা আবারও রক্তচাঁদ রূপে দেখা দেবে। মহাজাগতিক এই খেলা ঘিরে যেমন রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তেমনই রয়েছে প্রাচীন বিশ্বাস, রীতি আর আচার। চাঁদ ঢেকে যাচ্ছে পৃথিবীর ছায়া।আর সেই মুহূর্তেই আকাশে দেখা দেবে এক লালচে রহস্যময় চাঁদ। আজ রাতেই ঘটতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণ, যাকে বলা হয় ব্লাড মুন।