আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ব্লাডমুন।ধীরে ধীরে রক্তবর্ণের হবে চাঁদ। ২০২২ সালের পরে সবথেকে দীর্ঘস্থায়ী গ্রহণ। রাত নটা সাতান্নয় শুরু হয়ে গিয়েছে চন্দ্রগ্রহণ। চলবে সাড়ে তিন ঘণ্টা। পূর্ণগ্রাস শুরু রাত ১১টায়। দেখা যাবে ভারত-সহ বিভিন্ন দেশ থেকে। এই মুহূর্তে কেমন সেই চাঁদের রং? কী ভাবে দেখছেন? খালি চোখে দেখা কি ঠিক? কী কী করলে বিপত্তি? জানুন সব কিছু।