TRENDING:

West Midnapore News: জঙ্গলমহলের যুবকের হাতে তৈরি অস্কার স্মারক, চমকে দেবে এই শিল্পীর কর্মকাণ্ড

Last Updated:
West Midnapore News: অন্যদিকে দক্ষিণী সিনেমা আরআরআর এর নাট্টু নাট্টু গানের নাচের একটি স্টেপ কে ফুটিয়ে তুলেছেন তিনি।
advertisement
1/5
জঙ্গলমহলের যুবকের হাতে তৈরি অস্কার স্মারক, চমকে দেবে এই শিল্পীর কর্মকাণ্ড
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: শিল্পকে ভালবাসা তাঁর। শিল্পের মধ্যে দিয়ে নতুন কিছু করার ভাবনা বারবার শিহরিত করত তাঁকে। একের পর এক আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা এবং শিল্পে নতুন নতুন জিনিস আবিষ্কার পশ্চিম মেদিনীপুরের প্রসেনজিৎ কর-এর। (Ranjan Chanda)
advertisement
2/5
প্রসেনজিৎ পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকার বাসিন্দা। দীর্ঘ ২৫ বছর ধরে মাইক্রো আর্ট-এর কাজ করছেন তিনি। পেন্সিলে শিশ কেটে নানা ছবি, প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন প্রসেনজিৎ। বাবার সামান্য দোকানে মেকানিক্যাল মিস্ত্রির কাজ করেন। অবসর সময়ে ছবি আঁকেন। চক কেটে নানা প্রতিকৃতি ফুটিয়ে তোলা কিংবা পেন্সিল কার্ভিং-এর মধ্য দিয়ে নানান মনীষীর মূর্তি করেছেন তিনি। (Ranjan Chanda)
advertisement
3/5
ভারতের দুটি ক্ষেত্রে যখন অস্কার জয় আনন্দে মেতেছে দেশবাসী, তখনই পেন্সিল কার্ভিং করে অস্কার পুরস্কারের স্মারক এবং নাট্টু নাট্টু গানের একটি স্টেপ-কে ফুটিয়ে তুললেন জঙ্গলমহলের যুবক প্রসেনজিৎ। ভারতের মুকুটে অস্কার আসার পর থেকেই তিনি অস্কার পুরস্কারের স্মারক পেন্সিলের গ্রাফাইট কেটে ফুটিয়ে তুলেছেন। যে স্মারকের উচ্চতা ১.৪ সেন্টিমিটার। (Ranjan Chanda)
advertisement
4/5
অন্যদিকে দক্ষিণী সিনেমা আরআরআর-এর নাটু-নাটু গানের নাচের একটি স্টেপ-কে ফুটিয়ে তুলেছেন তিনি। শিল্পীর এহেন প্রতিভা দেখে উচ্ছ্বসিত জঙ্গলমহল। প্রসেনজিৎ ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেছেন। করেছেন আইটিআই কোর্স-ও। তবে ছোট থেকে শিল্পের প্রতি দক্ষতা এবং শিল্পকে নিয়ে নতুন নতুন ভাবনায় বদ্ধপরিকর ছিলেন তিনি। আর তাই অস্কার জয়ের আনন্দে অস্কার স্মারক ও গানের একটি স্টেপ-কে ফুটিয়ে তুলেছেন পেন্সিল কার্ভিং এর মধ্য দিয়ে। (Ranjan Chanda)
advertisement
5/5
প্রসেনজিৎ বলেন, নতুন নতুন কাজ করতে ভাল লাগে। বাবার মেকানিক গ্যারেজে কাজের পর অবসর সময়ে পেন্সিল কাটিং-এর মধ্য দিয়ে এই দুটো শিল্পকে বানিয়েছি। এই স্মারক এবং নাচের স্টেপ পেন্সিল কার্ভিং-এর মধ্য দিয়ে বানিয়ে দেশবাসীকে উৎসর্গ করেছেন শিল্পী প্রসেনজিৎ কর।(Ranjan Chanda)
বাংলা খবর/ছবি/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: জঙ্গলমহলের যুবকের হাতে তৈরি অস্কার স্মারক, চমকে দেবে এই শিল্পীর কর্মকাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল