TRENDING:

Paschim Medinipur News: পিএইচডি তে ভর্তি প্রক্রিয়া শুরু আইআইটি খড়গপুরে, কেমন খরচ লাগবে

Last Updated:
গবেষণা করতে চান? সুযোগ দিচ্ছে আইআইটি খড়্গপুর। শুরু হয়েছে প্রক্রিয়া।
advertisement
1/4
Paschim Medinipur News: পিএইচডি তে ভর্তি প্রক্রিয়া শুরু আইআইটি খড়গপুরে
খড়গপুর: পিএইচডিতে ভর্তি প্রক্রিয়া শুরু হল আইআইটি খড়্গপুরে। উচ্চতর গবেষণা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জন্য প্রয়োজন হয় পিএইচডি-র। ফলে আগ্রহ আছে পড়ুয়াদের। তাই খড়্গপুর আইআইটির এই উদ্যোগ। কর্তৃপক্ষ জানাচ্ছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ মার্চ থেকে। সমস্ত বিষয়ের জন্য পিএইচডিতে ভর্তির আবেদন করা যাচ্ছে। আবেদন অনলাইনেই জানানো যাচ্ছে।
advertisement
2/4
প্রতিষ্ঠানের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্স বিভাগ থেকে শুরু করে মেটিরিয়াল সায়েন্স সেন্টার, সেন্টার অব এক্সেলেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-সহ একাধিক বিভাগ এবং সেন্টারে পিএইচডিতে প্রার্থীদের ভর্তি নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের বায়ো সায়েন্স, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সহ একাধিক স্কুলেও ভর্তি নেওয়া হবেও। সমস্ত বিভাগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই চলছে ভর্তি প্রক্রিয়া।
advertisement
3/4
ডিগ্রি লাভের খরচ হিসেবে আইআইটি খড়্গপুর জানাচ্ছে, প্রতি সেমেস্টারে পড়ুয়াদের ২৫,০০০ টাকা টিউশন ফি দিতে হবে। প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা ৬.৫ সিজিপিএ থাকলে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, কমার্স, ম্যানেজমেন্ট বা আইন বিভাগে আবেদন জানাতে পারবেন। হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স এবং মেডিসিনে পিএইচডিতে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর এবং ৬ সিজিপিএ থাকতে হবে। এ ছাড়াও প্রয়োজন অন্যান্য যোগ্যতার।
advertisement
4/4
আবেদনের নিয়ম ও পদ্ধতি জানিয়েছে কর্তৃপক্ষ। প্রার্থীদের প্রতিষ্ঠানে ভর্তির ওয়েবসাইটে যেতে হবে। জেনারেল, ওবিসি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এবং রূপান্তরকামী প্রার্থীদের ১০০০ টাকা এবং এসসি, এসটি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের ৫০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন জানানোর শেষ তারিখ ৩১ মার্চ। সমস্ত বিভাগে ভর্তির পরীক্ষাগুলির আয়োজন করা হবে ২ মে থেকে ১২ মে-র মধ্যে। এর পর ১৪ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে কোর্সে ভর্তি নেওয়া শুরু হবে। Input-  Ranjan Chanda
বাংলা খবর/ছবি/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: পিএইচডি তে ভর্তি প্রক্রিয়া শুরু আইআইটি খড়গপুরে, কেমন খরচ লাগবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল