West Midnapore News: ভরা নদীর পাড়ে কী উঁকি দিচ্ছে? ছবিতেই দেখে নিন
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Edited by:Pooja Basu
Last Updated:
বর্ষার শেষে নীলাকাশে পেঁজা তুলোর মতো মেঘ!
advertisement
1/5

যেন সাদা চাদরে মোড়া নদীর দুই পাড়। কেউ যেন কাশের বিছানা করে রেখেছে। বর্ষার শেষে ভরা নদীর দুপাশ নীল সাদা কাশ বন মোহিত করবে আপনাকে। (Ranjan Chanda)
advertisement
2/5
বর্ষার শেষে নীলাকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর সারি সারি কাশবন জানান দেয় দেবী মহামায়ার আগমনী। সামনেই দুর্গা পুজো!
advertisement
3/5
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির সুবর্ণরেখা নদীর দুই পাড় সাদা কাশবনে ঢাকা। নদী তার আপন খেয়ালে বয়ে চলছে। আর তার দুই পাশ অপরূপ সৌন্দর্যে মোড়া।
advertisement
4/5
দিনের শেষে ক্লান্তি দুর করতে সাদা কাশের বন নজর কাড়বে। সাথে ছবি তোলার অসাধারন মুহূর্ত।
advertisement
5/5
নদীর দুই পাড়ে ঘন ঘন কাশবন।আর সাথে জঙ্গলকন্যা সেতু। সেতু থেকে চেখে দেখা যাবে এই প্রকৃতির সৃষ্টিকে।