Valentines Day 2024: 'এই' চকোলেট-ই বলে দেবে মনের গোপন কথা, ভ্যালেন্টাইন্স ডে-তে উপহার দিন প্রিয়জনকে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Valentines Day 2024: বসন্তেই প্রেম আসুক। প্রেমের মানুষকে দিন এই ভালবাসার চকোলেট। খেতে যেমন সুস্বাদু তেমনি দামেও খুব কম। এই চকোলেটে প্রেম বাড়বে, কিনে উপহার দিন প্রিয়জনকে।
advertisement
1/6

ভ্যালেন্টাইন্স ডে মানে প্রিয়জনকে অন্তত একটা করে চকোলেট দেওয়া। সেই চকোলেট যদি হয় নিজের কাস্টোমাইজ করা, তবে প্রেম আরও বাড়বে।
advertisement
2/6
চকোলেটের উপর ভালবাসার কাঠগোলাপ, প্রিয় ক্যাপশন লেখা। প্রেম দিবসে প্রেম আরও বাড়বে এই চকোলেটে।
advertisement
3/6
বাজার থেকে প্যাকেটজাত চকোলেট নয়, এই প্রেম দিবসে আপনার প্রিয় চকোলেট দিন প্রিয় মানুষকে।
advertisement
4/6
ভালবাসার প্রতীকে চকোলেট, কম দামে বানিয়ে দিচ্ছেন বেলদার এক যুবতী। এই চকোলেট পেয়ে খুশি হবে আপনার প্রিয় মানুষ।
advertisement
5/6
সময়ের উন্নতির সঙ্গে সঙ্গে সবাই যেমন স্বাস্থ্য দিকে সচেতন, তেমনই নজর থাকে সৌখিনতার দিকে। তাই গ্রাহকদের চাহিদা মতো প্রেম সমন্ধীয় চকোলেট বানিয়ে দিচ্ছেন বেলদার ববি সিং।
advertisement
6/6
বসন্তেই প্রেম আসুক। প্রেমের মানুষকে দিন এই ভালবাসায় ভরা চকোলেট। খেতে যেমন সুস্বাদু, তেমনই দামেও খুব কম।
বাংলা খবর/ছবি/পশ্চিম মেদিনীপুর/
Valentines Day 2024: 'এই' চকোলেট-ই বলে দেবে মনের গোপন কথা, ভ্যালেন্টাইন্স ডে-তে উপহার দিন প্রিয়জনকে