ভোট বড় বালাই! আগুন ঝরানো দুপুরেও প্রচারের কাজে খামতি নেই অগ্নিমিত্রার
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Agnimitra Paul election campaign: শনি ও রবিবার জেলার তাপমাত্রা সর্বোচ্চ থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে ভোট প্রচারে কমতি নেই। কাপড় দিয়ে ঘাম মুছে প্রান্তিক গ্রামীণ এলাকায় গিয়ে মানুষের মধ্যে কথা বলছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
advertisement
1/6

ভোট বড় বালাই। তাপমাত্রা যেন ব্যাপার না। দুপুরেও জনসংযোগ চালালেন বিজেপি প্রার্থী। লু উপেক্ষা করেও গ্রামীণ এলাকায় গিয়ে প্রচারে তিনি।
advertisement
2/6
গ্রামীণ এলাকায় প্রচার চালাতে শনিবার দুপুরে হুড খোলা গাড়িতে চেপে প্রচার চালালেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
advertisement
3/6
শনি ও রবিবার জেলার তাপমাত্রা সর্বোচ্চ থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে ভোট প্রচারে কমতি নেই। কাপড় দিয়ে ঘাম মুছে প্রান্তিক গ্রামীণ এলাকায় গিয়ে মানুষের মধ্যে কথা বলছেন তিনি।
advertisement
4/6
এদিন মেদিনীপুর বিধানসভার মন্ডল-৩ এর অন্তর্গত দেউলডাঙ্গা, চাঁইপুর, বয়লাশোল, কুকুড়মুড়ি ও মালবাঁধির বিভিন্ন এলাকায় জনসংযোগ সারেন প্রার্থী।
advertisement
5/6
প্রচারে গিয়ে স্থানীয় একটি লৌকিক দেবতার মন্দিরে পুজো দেন অগ্নিমিত্রা। এছাড়াও মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের অভাব অভিযোগ।
advertisement
6/6
শুধু প্রচার নয়, রক্তদানে উৎসাহ বাড়াতে রক্তদাতাদের হাতে তুলে দেন ভারতের জাতীয় ফুল।
বাংলা খবর/ছবি/পশ্চিম মেদিনীপুর/
ভোট বড় বালাই! আগুন ঝরানো দুপুরেও প্রচারের কাজে খামতি নেই অগ্নিমিত্রার