TRENDING:

Sundarbans News: সুন্দরবনের ভেড়ি থেকে ড্রোনে চেপে মাছ আসবে শহরের বাজারে! কমবে মৎস্যজীবীদের ঝক্কি, কুলতলিতে পরীক্ষামূলক ব্যবহার শুরু

Last Updated:
Sundarbans News: সুন্দরবনে শুরু হল মাছ চাষে ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার। এই ড্রোন প্রায় ৭০ কেজি ওজন বহন করে ৬ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে সক্ষম। এই উদ্যোগ সফল হলে মৎস্যজীবী থেকে শুরু করে মাছ ব্যবসায়ীরা উপকৃত হবেন। 
advertisement
1/6
সুন্দরবনের ভেড়ি থেকে ড্রোনে চেপে মাছ আসবে শহরের বাজারে! কমবে মৎস্যজীবীদের ঝক্কি
সুন্দরবনে শুরু হল মাছ চাষে ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার। ভারতীয় কৃষি গবেষণা পরিষদের (ICAR) অধীন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর কুলতলিতে সুন্দরবন কৃষ্টিমেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। (তথ্য ও ছবি: সুমন সাহা)
advertisement
2/6
এদিন কুলতলিতে পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার করা হয়। সংস্থার দাবি, এই ড্রোন প্রায় ৭০ কেজি ওজন বহন করে ৬ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে সক্ষম। সংস্থার তরফে জানানো হয়েছে, সুন্দরবন এলাকাতেই প্রথম এই ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার করা হল।
advertisement
3/6
নদীনালা ঘেরা সুন্দরবনে মানুষের প্রধান জীবিকা কৃষি ও মাছ চাষ। তবে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রেই মৎস্যজীবীরা তাদের উৎপাদিত মাছের ন্যায্য দাম পান না। নদী বা ভেড়ি থেকে মাছ ধরে দ্রুত বাজারে পৌঁছতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় তাদের। ফলে মাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। এই সমস্যা মোকাবিলার জন্যই ড্রোন ব্যবহারের সম্ভাবনা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্যগবেষণা সংস্থা।
advertisement
4/6
ড্রোনের মাধ্যমে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় মাছ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে দুর্গম এলাকায় কাজ অনেকটাই সহজ হবে। নদী বা ভেড়ি থেকে মাছ দ্রুত বাজারে পৌঁছলে যেমন সময় বাঁচবে, তেমনই পরিবহণ খরচও কমবে। এই উদ্যোগ সফল হলে মৎস্যজীবী থেকে শুরু করে মাছ ব্যবসায়ীরা উপকৃত হবেন।
advertisement
5/6
কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা দীর্ঘদিন ধরেই মহিলাদের মাছ চাষে যুক্ত করার উপর জোর দিয়ে আসছে। ইতিমধ্যেই সুন্দরবনের পাঁচ হাজারের বেশি মৎস্যজীবীকে স্বাবলম্বী করা সম্ভব হয়েছে। চলতি বছরে আরও ১৬০০ মৎস্যজীবীর আর্থিক উন্নয়নে পদক্ষেপ করা হয়েছে।
advertisement
6/6
আগামী দিনে সুন্দরবনের আরও ৪০০ আদিবাসী মহিলাকে স্বনির্ভর করার পরিকল্পনা রয়েছে বলে জানায় এই সংস্থা। এদিন সুন্দরবনের প্রায় পাঁচ হাজার মহিলা মৎস্যজীবীকে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। পাশাপাশি প্রায় চারশো আদিবাসী মহিলা মৎস্যজীবীর হাতে তুলে দেওয়া হয় মাছের পোনা ও মাছের খাবার। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Sundarbans News: সুন্দরবনের ভেড়ি থেকে ড্রোনে চেপে মাছ আসবে শহরের বাজারে! কমবে মৎস্যজীবীদের ঝক্কি, কুলতলিতে পরীক্ষামূলক ব্যবহার শুরু
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল