North 24 Parganas: এই পথেই এসেছিলেন নেতাজি, বসিরহাট থেকে ধান্যকুড়িয়া আজও বহন করে সেই ইতিহাস
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
North 24 Parganas: বসিরহাট শহরের ত্রিমোনী এলাকা হয়ে নেতাজি পৌঁছান মার্টিন বার্ন রোডে। এই পথটি তখন মার্টিন বার্ন সংকীর্ণ গেজ রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল। এখানেই স্থানীয় কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
advertisement
1/6

১৯২৯ সালে কংগ্রেসের প্রাদেশিক সভা শেষে নেতাজি সুভাষচন্দ্র বসু বসিরহাট হাই স্কুল প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করেন। সভাস্থল ছিল বর্তমান ভবনের ১৩, ১৪ ও ১৫ নম্বর কক্ষ এবং স্কুল মাঠ। সভা শেষে জনতার উল্লাস ও স্লোগানের মধ্যেই তাঁর যাত্রার প্রস্তুতি নেওয়া হয়।
advertisement
2/6
বসিরহাট শহরের ত্রিমোনী এলাকা হয়ে নেতাজি পৌঁছান মার্টিন বার্ন রোডে। এই পথটি তখন মার্টিন বার্ন সংকীর্ণ গেজ রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল। এখানেই স্থানীয় কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
advertisement
3/6
ত্রিমোনী সংলগ্ন স্টেশন বা রেলপথ থেকে নেতাজি মার্টিন বার্ন রেলে আরোহন করেন। এই রেলপথ বসিরহাটকে ধান্যকুড়িয়া ও পার্শ্ববর্তী গ্রামীণ অঞ্চলের সঙ্গে যুক্ত করত। ধীরে চলা এই রেলযাত্রায় পথের দুই ধারে মানুষ জড়ো হয়ে নেতাজিকে অভিবাদন জানায়।
advertisement
4/6
রেলপথে যাত্রাকালে বসিরহাট সংলগ্ন একাধিক গ্রামীণ জনপদ, খাল-বিল ও কৃষিজমি অতিক্রম করা হয়। এই সময় বিভিন্ন ছোট ছোট হাল্টে মানুষ নেতাজিকে দেখতে ভিড় জমায়। এই যাত্রাপথেই বসিরহাট ও ধান্যকুড়িয়ার রাজনৈতিক সংযোগ আরও দৃঢ় হয়।
advertisement
5/6
রেলযাত্রা শেষে নেতাজি ধান্যকুড়িয়া এলাকায় পৌঁছান। তৎকালীন ধান্যকুড়িয়া ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্র, রাজবাড়ি ও আশপাশের এলাকায় জাতীয়তাবাদী আলোচনা চলত নিয়মিত।
advertisement
6/6
ধান্যকুড়িয়া পৌঁছে নেতাজি স্থানীয় নেতৃত্ব ও সমাজকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজবাড়ি-কেন্দ্রিক এলাকা ও পার্শ্ববর্তী জনপদে তাঁর উপস্থিতি স্বাধীনতা আন্দোলনের বার্তাকে আরও ছড়িয়ে দেয়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas: এই পথেই এসেছিলেন নেতাজি, বসিরহাট থেকে ধান্যকুড়িয়া আজও বহন করে সেই ইতিহাস