TRENDING:

Subhas Chandra Bose: পুরুলিয়ার সেই গোপন আস্তানা, যেখানে রাত কাটিয়েছিলেন নেতাজি! জন্মজয়ন্তীতে প্রকাশ্যে অজানা ইতিহাস

Last Updated:
Subhas Chandra Bose: নীলকন্ঠ নিবাসের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে নেতাজির স্মৃতি, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল নেতাজির জন্মবার্ষিকী!
advertisement
1/6
পুরুলিয়ার সেই গোপন আস্তানা,যেখানে রাত কাটিয়েছিলেন নেতাজি!জন্মজয়ন্তীতে প্রকাশ্যে অজানা তথ্য
নানা ইতিহাসের স্মৃতি বিজড়িত পুরুলিয়ার নীলকন্ঠ নিবাস। এই নীলকন্ঠ নিবাসে ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর রাত্রিযাপন করেছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই স্মৃতি আজও সযত্নে রক্ষা করে চলেছে নীলকন্ঠ নিবাসের সদস্যরা। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/6
তথাকালীন সময়ে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান তথা বিশিষ্ট আইনজীবী নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের আবেদনে নেতাজি সুভাষচন্দ্র বসু রাত্রিযাপন করেছিলেন নীলকন্ঠ নিবাসে। নীলকন্ঠ নিবাসের আনাচে-কানাচে নেতাজির স্মৃতি বিজরিত রয়েছে।
advertisement
3/6
২০২৬ সালের ২৩ জানুয়ারি নেতাজির ১২৯ তম জন্মদিন পালিত হচ্ছে পুরুলিয়ার বিভিন্ন জায়গায়। ব্যতিক্রম নয় পুরুলিয়া শহরের নীলকন্ঠ নিবাস। এখানেও নেতাজির জন্মজয়ন্তী মহাসড়ম্বরে পালিত হচ্ছে। গোটা নীলকন্ঠ নিবাস সারাটা বছর এই দিনের অপেক্ষায় থাকেন। ‌নানা সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় নেতাজির জন্মদিনে। বহু মানুষ ভিড় করেন পুরুলিয়া শহরের এই নীলকন্ঠ নিবাসে। আজও যেন এই নীলকন্ঠ নিবাসীরা নেতাজীর স্মৃতিচারণ করে চলেছেন।
advertisement
4/6
এ বিষয়ে নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের প্রপৌত্র রাজর্ষি চট্টোপাধ্যায় বলেন , এই দিনটি তাদের কাছে বিরাট গর্বের দিন। তারা ভাগ্যবান যে তাদের বাড়িতে নেতাজি সুভাষ চন্দ্র বসু রাত্রিযাপন করেছিলেন। ‌এটি গোটা পুরুলিয়ার ইতিহাস। এই ইতিহাস যেন আগামী প্রজন্ম এগিয়ে নিয়ে যায়।
advertisement
5/6
এদিন নীলকন্ঠ নিবাসে নেতাজির জন্মজয়ন্তী উদযাপনে অংশগ্রহণ করে পুরুলিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান নবেন্দু মহালি বলেন, নীলকন্ঠ নিবাস মানুষের আবেগ। এই আবেগকে বাঁচিয়ে রাখতে সমস্ত দিক থেকেই চেষ্টা চালিয়ে যেতে হবে। নেতাজির সংগ্রহশালা তৈরি হলে পরবর্তী প্রজন্মের কাছে নেতাজীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
advertisement
6/6
নেতাজির জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে গোটা নীলকন্ঠ নিবাস। তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নীলকন্ঠ নিবাসের সদস্যরা। উলু ধ্বনি ও শঙ্খ ধ্বনি দিয়ে নেতাজীর জন্মদিন উৎসবে মেতে ওঠেন তারা। শহরবাসীর কাছে এক গৌরবময় দিন এটি। এই নীলকন্ঠ নিবাস জেলার ঐতিহ্য। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Subhas Chandra Bose: পুরুলিয়ার সেই গোপন আস্তানা, যেখানে রাত কাটিয়েছিলেন নেতাজি! জন্মজয়ন্তীতে প্রকাশ্যে অজানা ইতিহাস
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল