South 24 Parganas News: বিকট শব্দে কেঁপে উঠল, সিলিন্ডার বিস্ফোরণে ছাই হয়ে গেল আস্ত বাড়ি! কয়েক লক্ষ টাকার সম্পত্তি এখন ধ্বংসস্তূপ
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas News: মহেশতলার ১৯ নম্বর পুরাতন বাজার এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়িতে ভয়াবহ আগুন।
advertisement
1/5

আবারও সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক ছড়াল মহেশতলায়। মহেশতলা পুরসভার ১৯ নম্বর পুরাতন বাজার এলাকায় এই সিলিন্ডার বিস্ফোরণের ফলে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। পরে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলনা। ফলে প্রাণহানি এড়ানো গিয়েছে। কিন্তু ভস্মীভূত হয়েছে বাড়িটি। ফলে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পর স্থানীয়রা এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন।
advertisement
3/5
আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও দমকলের আধিকারিকদের খবর দেন। দমকল এবং মহেশতলা থানায় খবর দেওয়ার পাশাপাশি খবর দেওয়া হয় সিইএসসিতেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন সহ মহেশতলা থানার পুলিশ।
advertisement
4/5
এরপর ঘটনাস্থলে পৌঁছান মহেশতলা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা উপ পুর প্রধান আবু তালেব মোল্লা। এ নিয়ে উপ পৌর প্রধান আবু তালেব মোল্লা জানিয়েছেন, "স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেছিল পরে দমকলকে খবর দেওয়া হয়। গ্যাস সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে। এছাড়াও এলাকার স্থানীয় বাসিন্দারা যারা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন তাদের দু'একজন অল্পবিস্তর আহত হয়েছেন।"
advertisement
5/5
এই আগুন লাগার ঘটনার ফলে সকাল থেকেই থমথমে পরিস্থিতি গোটা এলাকায়। বন্ধ ঘরে কিভাবে সিলিন্ডারটি ফাটল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: বিকট শব্দে কেঁপে উঠল, সিলিন্ডার বিস্ফোরণে ছাই হয়ে গেল আস্ত বাড়ি! কয়েক লক্ষ টাকার সম্পত্তি এখন ধ্বংসস্তূপ