North 24 Parganas News: 'হিরো' হওয়ার নেশায় মারাত্মক কাণ্ড! নীল বাতির কনভয়-বাউন্সার নিয়ে স্কুলে হাজির নাবালক, অশোকনগরে শোরগোল
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
North 24 Parganas News: ওই কিশোর দাবি করে, গুজরাটে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেছে। কিন্তু মাত্র ১৬ বছর বয়সে কীভাবে উচ্চপদের সরকারি চাকরি পেল সে? এই প্রশ্ন ঘিরেই সন্দেহ দানা বাঁধে।
advertisement
1/6

একাধিক নীল বাতি লাগানো এসইউভি গাড়ির কনভয়, গাড়ির দরজা খুলতেই একে একে নেমে আসলেন কুড়ি জন কালো পোশাকধারী নিরাপত্তারক্ষী। স্কুলে তখন চলছে সরস্বতী পুজোর অনুষ্ঠান। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন স্কুলে হঠাৎ এ কোন অতিথির আগমন ঘটল? এসব ভেবে রীতিমতো হতবাক সকলে। স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীরা সবাই তখন অবাক হয়ে তাকিয়ে রয়েছেন অতিথির দিকে। অতিথি জানান, তিনি ইনকাম ট্যাক্স অফিসার। পরিচয় দিতেই হতবাক হয়ে যান সকলে।
advertisement
3/6
জানা যায়, ওই কিশোর স্কুলেরই প্রাক্তন ছাত্র। সে দাবি করে, গুজরাটে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেছে। কিন্তু মাত্র ১৬ বছর বয়সে কীভাবে উচ্চপদের সরকারি চাকরি পেল সে? এই প্রশ্ন ঘিরেই সন্দেহ দানা বাঁধে। পরিস্থিতি বেগতিক দেখে স্কুলের প্রধান শিক্ষক অশোকনগর থানায় খবর দেন। পুলিশ পৌঁছানোর পরেই সামনে আসে আসল সত্য।
advertisement
4/6
বন্ধুদের চমক দিতে আগে থেকেই গোটা ঘটনার পরিকল্পনা করেছিল ওই নাবালক। এক বছর আগেই সে ওই স্কুল ছেড়েছে। ‘হিরো’ হওয়ার নেশায় চারটি এসইউভি গাড়ি ভাড়া করা হয় এবং একটি বেসরকারি সংস্থা থেকে বাউন্সার ভাড়া করা হয়। গাড়ি জন্য প্রায় ১৮ হাজার টাকা ভাড়াও মেটানো হয়েছিল, বাউন্সারদের পারিশ্রমিকও দেওয়ার কথা ছিল।
advertisement
5/6
এখানেই শেষ নয়! বাউন্সারদের সঙ্গে চুক্তির সময় সকাল ন’টার মধ্যে বিল্ডিং মোড় সংলগ্ন তাঁর বাড়ির ঠিকানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও বিষয়টি কিছুটা সন্দেহজনক মনে হলেও বেসরকারি সংস্থার কর্মীরা বিশেষ গুরুত্ব দেননি এবং নিজেদের কাজ চালিয়ে যান। তবে মাত্র ১৬ বছর বয়সের নাবালক ছাত্রের এমন নাটক অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। নাবালক হওয়ায় পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কেন সে এমন কাণ্ড ঘটাল, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
6/6
প্রধান শিক্ষক মনোজ ঘোষের অনুমান, ওই ছাত্রের মানসিক কোনও সমস্যা থাকতে পারে, নাহলে এমন ঘটনা ঘটানোর কারণ নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের বাবা অশোকনগর হাসপাতালের কর্মী এবং মা গৃহবধূ। নাবালকের এই কাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার কথা। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: 'হিরো' হওয়ার নেশায় মারাত্মক কাণ্ড! নীল বাতির কনভয়-বাউন্সার নিয়ে স্কুলে হাজির নাবালক, অশোকনগরে শোরগোল