South 24 Parganas News: বাদুড়দের ব্লাড টেস্ট! আলিপুর চিড়িয়াখানা থেকে ধরার অনুমতি...নিপা আতঙ্কে রক্ত নিয়ে হল RT-PCR
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Published by:Satabdi Adhikary
Last Updated:
নিপা আতঙ্কে আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন হল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ মেডিক্যাল রিসার্চের একটি টিম চিড়িয়াখানার বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। ভোরের আলো ফুটতেই নমুনা সংগ্রহ করে চলে যায় ওই টিম।
advertisement
1/5

আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নিপা আতঙ্কে আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন হল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ মেডিক্যাল রিসার্চের একটি টিম চিড়িয়াখানার বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। ভোরের আলো ফুটতেই নমুনা সংগ্রহ করে চলে যায় ওই টিম। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
এদিকে বাদুড় ধরতে হলে বনদফতরের অনুমতি লাগে। সেজন্য স্বাস্থ্যদফতর অনুমোদন চায় আগেই, এরপর অনুমোদন মিলতেই বিশেষজ্ঞ টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে।
advertisement
3/5
চিড়িয়াখানায়ও টিম গিয়ে বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। সকাল ৯ টায় চিড়িয়াখানার গেট খোলা হয়। তার আগেই সব কাজ শেষ করা হয়েছে।
advertisement
4/5
স্বাস্থ্যদফতরের এনআইভি, আইসিএমআর মিলে এই পরীক্ষা করছে। এই কাজে সহযোগিতা করছে রাজ্য বনদফতর। চিড়িয়াখানার বাদুড়ের শরীরে এই নিপা ভাইরাস আছে কি, তা জানা যাবে পরীক্ষার ফল আসলেই।
advertisement
5/5
এদিকে বাদুড় ধরতে হলে বনদফতরের অনুমতি লাগে। সেজন্য স্বাস্থ্যদফতর অনুমোদন চায় আগেই, এরপর অনুমোদন মিলতেই বিশেষজ্ঞ টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: বাদুড়দের ব্লাড টেস্ট! আলিপুর চিড়িয়াখানা থেকে ধরার অনুমতি...নিপা আতঙ্কে রক্ত নিয়ে হল RT-PCR