TRENDING:

Hazarduari Palace: তিরঙ্গা আলোয় মুড়ল নবাবের মহল, দেশপ্রেমের জোয়ারে ভাসছে হাজারদুয়ারি! ভোলবদল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

Last Updated:
Hazarduari Palace: তিরঙ্গা রঙে সেজে উঠেছে নবাব বাড়ি হাজারদুয়ারি প্যালেস। যা দেখতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা।
advertisement
1/5
তিরঙ্গা আলোয় মোড়া মহল, দেশপ্রেমের জোয়ার হাজারদুয়ারিতে! ভোলবদল দেখে চোখ ধাঁধিয়ে যাবে
সেজে উঠেছে মুর্শিদাবাদ এর নবাব বাড়ি হাজারদুয়ারি প্যালেস। প্রজাতন্ত্র দিবস ও পরাক্রম দিবস সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন মুর্শিদাবাদে নবাব বাড়ি হাজারদুয়ারি প্যালেসে। (ছবি ও তথ্য - কৌশিক অধিকারী)
advertisement
2/5
তিরঙ্গা রঙে সেজে উঠেছে নবাব বাড়ি হাজারদুয়ারি প্যালেস। যা দেখতে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ ও পর্যটকরা। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই আলোকসজ্জা থাকবে বলেও জানা গিয়েছে।
advertisement
3/5
ভাগীরথী নদীর তীরে ১২ বিঘা জমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৮০ ফুট উচ্চতার হাজারদুয়ারি প্রাসাদ। বর্তমানে এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে কেন্দ্রীয় সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।
advertisement
4/5
এর বর্তমান নাম হাজারদুয়ারী প্যালেস মিউজিয়াম। এই প্রাসাদের নির্মাণকাজ ১৮২৯ সালে শুরু হয়ে ১৮৩৭ সালে শেষ হয়। মূল স্থপতি ছিলেন ডানকান ম্যাকলয়েড। নবাব নাজিম হুমায়ুনজার আদেশ অনুযায়ী তার তত্ত্বাবধানে প্রাসাদটি নির্মিত হয়। বাঙালি সগুর মিস্ত্রী ছিলেন তার সহকারী।
advertisement
5/5
হাজারদুয়ারি দেখতে বহু মানুষ ভিড় জমান। শীতের মরশুমে হোক বা বছরের অন্যান্য সময়। তবে এখন হাজারদুয়ারী আলোকসজ্জা সজ্জিত করতে পর্যটকদের ভিড় হতে শুরু করেছে। (ছবি ও তথ্য - কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Hazarduari Palace: তিরঙ্গা আলোয় মুড়ল নবাবের মহল, দেশপ্রেমের জোয়ারে ভাসছে হাজারদুয়ারি! ভোলবদল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল